• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২৩-০৯-১৪ ১৫:২৮:৩৫
photo

স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরাস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, মরদেহ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। এ সময় গুণী এই পরিচালকের মুখটা শেষবার দেখতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী।

সোহানুর রহমান সোহানের স্বজনরা জানিয়েছেন, স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুই জনকে যেন পাশাপাশি কবর দেয়া হয়। এজন্য তাদের দুইজনের ইচ্ছেতেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হবে।

গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কের রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। এর পরদিনই মারা গেলেন সোহানুর রহমান সোহান। এদিকে, একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com