০২-এপ্রিল-২০২৫
০২-এপ্রিল-২০২৫
Logo
নির্যাতন

সন্ত্রাসী হামলায় শ্রমিক নেতা আহত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-০৯-২৬ ১৭:২৮:০২
...

নাটোর প্রতিনিধি:

নাটোরে পরিবহন শ্রমিক নেতা নাজমুল শেখ বাপ্পি (৩৫) কে সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনায় সন্দেহ ভাজন দুই যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলো, নাটোর পৌর এলাকার কান্দিভিটা মহল্লার  সজীব (২৩)   আমির হোসেন  ইমন (২৫)পৃথক মামলায় অন্য দুইজন কান্দিভিটার আব্দুর রহিম (৪৬) এবং সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের তানভীর হাসান শাওন (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

আহত বাপ্পী জেলা  ট্রাক ট্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহরের কান্দিভিটুয়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে । আহত শ্রমিক নেতা স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল (এমপি) অনুসারি এবং পৌর যুবলীগের রাজনীতির সাথে জরিত। তবে এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ।

অপরদিকে নাজমুল শেখ বাপ্পির শারীরিক অবস্থা কিছুটা ভাল,সম্পুর্ণ সুস্থ্য হতে বেশ কিছু দিন সময় লাগবে, সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডের ১২ নং ব্রেডে ভর্তি রয়েছে  বলে জানিয়েছেন, তার ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী।

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্ব) সন্ধার পরে শহরের কান্দিভিটুয়া এলাকায় সাব রেজিষ্টার অফিস চত্বরে একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্বক জখম করে। এ অবস্থায় তাকে উদ্ধার প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাৎক্ষনিক উন্নত চিকিৎসার  জন্য তাকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনার পরেই জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনা স্থল পরির্দশন করেছেন।

অপরদিকে এঘনার পর  সোমবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সংসদ  সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুসারীরা। এঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষী ব্যক্তিদের আটক করে শাস্তিরদাবী জানান তারা।

এবিষয় নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ বলেন, পুলিশ খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থল পৌছে সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করেছে। ওই  ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ঘটনায় সন্দেহ ভাজন দুই যুবককে  আটক করা হয়েছে। তারা জরিত কিনা সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।