০১-আগস্ট-২০২৫
০১-আগস্ট-২০২৫
Logo
বরিশাল

আনলোডার ক্রেন ও ক্লিংকার নিয়ে পায়রা বন্দরে এলো ২ জাহাজ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৩ ১৭:১৭:০৮
...

কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় ভিড়েছে কয়লা আনলোডার ক্রেন নিয়ে সিঙ্গাপুর থেকে আসা মাদার ভেসেল এম ভি জিন ঝু জিয়াং ৮৮ এবং ভিয়েতনাম থেকে আনা মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান দিন পরিবর্তনকে জানান, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জেটির জন্য কয়লা আনলোড করার ক্রেন নিয়ে সিঙ্গাপুর থেকে ২১ জানুয়ারি রবিবার বন্দরের বর্হি:নোঙ্গরে এসে পৌঁছায় মাদার ভেসেল এম ভি জিন ঝু জিয়াং ৮৮। ১,৩৬৫ দশমিক ৮১ মেট্রিকটন ওজনের ক্রেনটি নিয়ে জাহাজটি মঙ্গলবার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লে জাহাজ থেকে এটি নামানো শুরু হয়। দ্বিতীয় বারের মত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আনলোডের ক্রেন আমদানি করা হয়।

তিনি আরও জানান, ২০ জানুয়ারী শনিবার বর্হি:নোঙ্গরে এসে পৌঁছায় ভিয়েতনাম থেকে আনা মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস। সোমবার জাহাজটি বন্দরের প্রথম জেটির ইনারে নোঙ্গরের পর লাইটার জাহাজের মাধ্যমে ক্লিংকার আনলোড শুরু হয়।