নিজস্ব প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বলেছেন, নির্বাচনের সময় ওয়াদা করেছিলাম আমি এমপি হলে আমার নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলাকে মাদক, সন্ত্রাস, সালিশ বাণিজ্য, চাঁদাবাজ, মাদকমুক্ত করবো। বিগত পাঁচ বছর যেমন মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ছিল ঠিক তেমনি আগামী পাঁচ বছর এসব মুক্ত থাকবে ইনশাল্লাহ্।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছিল তার প্রতি আস্থা রেখে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রনায়ক অধিষ্ঠিত করেছে। তাই আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করা আমাদের লক্ষ্য। প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার জন্য একাদশ জাতীয় সংসদের এমপি হয়েও আমি অনেক উন্নয়ন কাজ করতে পারিনি। আগামী পাঁচ বছর আমি দেশের উন্নয়ন কাজে আত্মনিয়োগ করবো। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার মন্ত্রণালয়ে কাজগুলো করতে পারি। আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় আমি আপনাদের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বড় পরিচয় আমি আওয়ামী লীগের কর্মী, শেখ হাসিনার কর্মী।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়ার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান সভা স্থলে এসে পৌঁছলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। শুক্রবার বিকেল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে বরনে সভাস্থলে জড়ো হয়। এতে মতবিনিময় সভাস্থল এক সময় জনসমুদ্রে পরিণত হয়।
সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার আয়োজনে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, তিনি ৭ জানুয়ারি নৌকা প্রতিক নিয়ে জয় লাভ করে এমপি হিসেবে শপথ গ্রহনের জন্য ঢাকার যান এরপর ডাক পান প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহনের বেশ কয়েক দিন পর প্রথম বার প্রতিমন্ত্রী হয়ে তার নির্বাচনী এলাকায় আসলে গোটা এলাকায় উৎসবের আমজ বিরাজ করে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL