নিজস্ব প্রতিবেদক
মোঃ জহিরুল ইসলাম চয়ন,নিজস্ব সংবাদদাতা গলাচিপা (পটুয়াখালী)থেকে:
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সহ, স্থানীয় সুধীদের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ন সচিব ও পরিচালক মোঃ শাহ আলম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উপসচিব ড. নুরুল আমিন, গলাচিপা উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার সহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার প্রমুখ। স্মৃতিচারণ ও যুদ্ধকালীন বীরত্ব গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে সত্যিকার দেশ প্রেম। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ দেশের বীর মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের পরিচিত করাই মূল লক্ষ্য। অনুষ্ঠানের সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL