২২-নভেম্বর-২০২৪
২২-নভেম্বর-২০২৪
Logo
বরিশাল

পটুয়াখালী পৌর নির্বাচনে ৮ প্রার্থীকে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৬ ১৮:০৪:৩৬
...

পটুয়াখালী :
পটুয়াখালী পৌর নির্বাচনে আচরণ বিধি যথাযথ প্রতিপালনের লক্ষে সার্বক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করছেন স্থানীয় প্রশাসন। এ সময় আচারণবিধি ভঙ্গের অভিযোগে আট প্রার্থীকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় এবং সতর্ক করা হয়েছে।
জেলা পুলিশের সহয়তায় শনিবার ও রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাসুদ আব্দুল হাই ও রবিউল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

এদিকে জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা। শুক্রবার প্রতীক বরাদ্দের পরপরই মিছিল, উঠান বৈঠক করতে দেখা গেছে প্রার্থী,কর্মী ও সমর্থকদের। নিজ নিজ পক্ষে ভোট আদায়ের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতানুগতিক প্রচারণার বাহিরে ডিজিটাল প্লাটফর্মেও পাল্লা দিয়ে নিজেদের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় উন্নায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

অন্য দিকে আচরণ বিধিমালা প্রতিপালনে শুরু শুরু থেকেই কঠোর অবস্থানে রিটানিং কর্মকর্তা। ইতিপূর্বে কয়েকজন কাউন্সিলার প্রতিদ্বন্দী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। শহরে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে জেলা পুলিশ।

এ নির্বাচনে মেয়র পদে ৫জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলার পদে ১৫ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬১ প্রতিদ্বন্দী প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ৯ মার্চ এ নির্বাচনে ৫০ হাজারেরও বেশি ভোটার ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।