২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
বরিশাল

লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৬:২৮:৫২
...

এস মেজবাহ, লাল‌মোহন (ভোলা) :
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এ বছর ভোলার লালমোহনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪৩২২ শিক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭৯২ জন, দাখিল পরীক্ষার্থী ১২০৭ জন, এসএসসি ভোকেশনাল ৩২৩ জন।

এসব পরীক্ষার্থীদের জন্য ৮টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। কেন্দ্রগুলো হলো লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা (ভেন্যু- লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়) গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও লালমোহন সরকারি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল বলেন, অবাধ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্র ভিক্তিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।