০৩-এপ্রিল-২০২৫
০৩-এপ্রিল-২০২৫
Logo
বরিশাল

লালমোহনে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২২ ১৭:৫৩:০৮
...

লালমোহন (ভোলা) :
ভোলার লালমোহনে এক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার লালমোহন পৌরশহরের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী লিমাকে বহিস্কার করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম। ওই শিক্ষার্থী এবছর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারেফ হোসেন। তিনি বলেন, পরীক্ষার শুরুর আধাঘন্টার মধ্যে নৈব্যক্তিক পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোফোনের মাধ্যমে ওই শিক্ষার্থী বাইরে যোগাযোগ করা অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দেখতে পেয়ে বহিস্কার করেন। এবছর সে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।