কলাপাড়া (পটুয়াখালী) :
কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) ২টি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরের বহিঃনোঙরে ভিড়েছে চায়নার পতাকাবাহী মাদার ভেসেল এমভি জি সান।
বৃহস্পতিবার বেলা ১১টায় চায়নার ইউংডাও বন্দর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছায়।
বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের আনডোলার দুটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। ২টি শিপ আনলোডার নিয়ে পায়রায় ভিড়ছে জাহাজ। ২টি শিপ আনলোডার নিয়ে পায়রায় ভিড়ছে জাহাজ।
কর্তৃপক্ষ জানান, দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু করা হবে । এ জাহাজটি সহ দেশি বিদেশী মোট ২৪০০ টি জাহাজের পন্য খালাসের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ১২শো কোটি টাকা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL