আন্তর্জতিক ডেস্ক
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাফাহতে ইসরাইলের স্থল অভিযানের বিরোধিতা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। এতে সব জিম্মিকে মুক্তি এবং গাজায় অবাধ মানবিক ত্রাণ প্রবেশের আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্সের।
রয়টার্সের হাতে আসা খসড়া অনুযায়ী, নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া সব জিম্মিকে মুক্তি দেয়া ও গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথাও আছে খসড়ায়।
খসড়া প্রস্তাবে রাফাহতে স্থল আক্রমণ না চালাতে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, 'নিরাপত্তা পরিষদের জোর দিয়ে বলা উচিত যে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের স্থল অভিযান চালানো উচিত নয়।
নিরাপত্তা পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব পেশ করে, যাতে ইসরাইল ও হামাস যুদ্ধে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছিল।
আলজেরিয়ার খসড়া প্রস্তাবটি মঙ্গলবার ভোটের জন্য উত্থাপন করার কথা ছিল। তবে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এটিতে ভেটো দেয়া হবে, কারণ প্রস্তাবটি ৭ অক্টোবর ইসরাইল থেকে গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বন্দিদের নিয়ে সংবেদনশীল আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, মিশর, ইসরাইল ও কাতার গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময় নিয়ে আলোচনা করছে।
/মামুন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL