নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় নিরাপদ আশ্রয় এবং একটি মসজিদে বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, তারা জীবিতদের সন্ধান করছে।
আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে অবস্থিত আল শিফা হাসপাতালের ভিতরে যেসব স্বাস্থ্যকর্মী, রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকে পড়েছেন, তারা ভয়াবহ আতঙ্কে আছেন। এর কাছাকাছি কমপক্ষে সাতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা। গাজা যুদ্ধ এবং লোহিত সাগরে হামলার মধ্যে যোগসূত্র আছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। কিন্তু হুথির মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৭ হাজার ৩৬৫। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬৬ হাজার ৬৩০ জন।
সূত্র: আল জাজিরা
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL