দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সাগরপথে নতুন রুট চালুর পাইলট প্রজেক্টের আওতায় পাঠানো হয়েছে এ জাহাজ
প্রায় ২০০ টন খাবার নিয়ে মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর ছেড়ে গাজায় যাত্রা শুরু করেছে জাহাজ ওপেন আর্মস।
জাহাজটির মালিক স্পেনভিত্তিক দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’। সংস্থাটির নামেই জাহাজের নামকরণ করা হয়েছে।
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সাগরপথে নতুন রুট চালুর পাইলট প্রজেক্টের আওতায় পাঠানো হয়েছে এ জাহাজ।
আটা, চাল এবং প্রোটিনসমৃদ্ধ খাবার পাঠানো হয়েছে এই জাহাজে করে। সাইপ্রাসের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকাজুড়ে ২০০ মাইলের (৩২০ কিলোমিটার) এ যাত্রায় দুইদিন লাগতে পারে।
সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) মূলত এই ত্রাণ মিশনে অর্থ জোগান দিচ্ছে।
ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস এবং শীর্ষ নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেছেন, “আমাদের লক্ষ্য হল ভূমধ্যসাগরে একটি সামুদ্রিক হাইওয়ে তৈরি করা, যাতে করে মজুতকৃত লাখ লাখ ব্যারেজ খাবার গাজায় নিয়মিত পাঠানো যায়।”
ডব্লিউসিকে বলেছে, তাদের কাছে সাইপ্রাসে আরও ৫০০ টন ত্রাণ গাজায় পাঠানোর জন্য প্রস্তুত আছে।
তবে গাজায় বন্দরের কোনও অবকাঠামো না থাকায় সেখানে জাহাজ নোঙর করার জন্য ধ্বংস হওয়া বাড়িঘর এবং ধ্বংস্তপ থেকে উপাদান নিয়ে একটি জেটি বানানো হচ্ছে বলে জানিয়েছে ডব্লিউকেসি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL