২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
ময়মনসিংহ

জাতির পিতার প্রতিকৃতিতে গৌরীপুর-৩ আসনের এমপি নিলুফার শ্রদ্ধা

প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-১৮ ১৫:৩৬:৪৮
...

গৌরীপুর (ময়মনসিংহ)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪, ১৪৮ ময়মনসিংহ-৩ আসনে জয়ী " নৌকার প্রার্থী"নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ইং জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাহার সাথে উপস্হিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ীমীলীগ নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
গত সোমবার জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের কার্যালয়ে নতুন এই
এমপিকে শপথ বাক্য পাঠ করান।

সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,হুইপ ইকবালুর রহিম এবং নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম পপি শপথ বইয়ে সই করেন।
এসব কাজ শেষ করেই তিনি গোপাল গঞ্জের টঙ্গী পাড়ার উদ্দেশ্যে ১৭ জানুয়ারী রওনাহন জাতীর পিতার কবর জিয়ারত করার জন্য। আজ সেখানে পৌছে খবর জিয়ারত করেন।

উল্লেখ্য গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -७ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্হগিত হওয়াই এই আসনের রেজাল্ট স্থগিত রাখা হয়।

পরে গত ১৩ জানুয়ারি শনিবার পুনরায় ওই স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী " ট্রাক প্রতীকের" প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। ফলে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছিলেন এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি সভাপতি গৌরীপুর উপজেলা আওয়ীমীলীগ।