নিজস্ব প্রতিনিধি
দুর্গাপুর(নেত্রকোনা);
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে৷ বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোর সাথে ধাক্কা লেগে চলন্ত লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে এতে গুরুতর আহত হন শাকিল। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান,লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যকম প্রক্রিয়াধীন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL