নেত্রকোনার দুর্গাপুরে বিলুপ্ত প্রজাতির একটি বণ্যপ্রাণীকে উদ্ধার করেছে স্থানীয় এক যুবক। ধারণা করা হচ্ছে এটি একটি লজ্জাবতী বানর। শুক্রবার দুপুরে এলাকায় এমন একটি প্রাণী পাওয়া গেছে জানাজানি হলে প্রশাসন এটিকে উদ্ধার করে রাতে অবমুক্ত করার নির্দেশ দেয়।
এর আগে, শুক্রবার ভোররাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে মিঠুন মিয়া নামের এক গাড়িচালক এটিকে নিয়ে আসেন। পরে উদ্ধার করা প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসা হয়। এ খবর পেয়ে অনেকেই তার বাড়িতে প্রাণীটি দেখতে ভিড় জমায়।
শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মী বিষয়টি প্রশাসনকে জানালে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশ গিয়ে ওই যুবকের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান প্রাণীটিকে উপজেলা বন বিভাগ ও প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে অবমুক্ত করা জন্য হস্তান্তর করে। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘন জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক ডাক্তার মো. মাহবুবুর রহমান জানান, প্রাণীটি সুস্থ রয়েছে। খাদ্যের খোঁজে হয়তো বন-জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। স্বাভাবিক জীবনে ফিরে যাবে বলেও মনে করেন তিনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL