পূর্বধলা (নেত্রকোনা) :
"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার " এই শ্লোগানে নেত্রকোনার পূর্বধলায় জাতীয়় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (২৭ফেব্রুয়ারী) মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান'র সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা পরিষদ ভাইস মহিলা শারমিন সুলতানা সুমি, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শহীদুল ইসলাম আঙ্গুর এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি সারাদেশে একসাথে সরকার পালন করছে ।
এর ফলে অধিকতর জন সম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর যেসব অংশীদারিত্ব সুবিধাভোগী রয়েছে তাদের সঙ্গে মতবিনিময় সহজতর হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL