সোহাগ রহমান, ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ৯দিনব্যাপী একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে অমর একুশে বইমেলা শুরু করা হয়েছে। মেলাটির আয়োজন করেছে ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মৃতি পরিষদ নামে স্থানীয় একটি সংগঠন।
মেলায় ২০টিরও অধিক বুক স্টল রয়েছে। স্টলগুলোতে বইয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এদিকে এ মেলায় দর্শনার্থীদের সংখ্যাও ছিল চোখে পরার মতো। বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কন্যা ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ¦ এম এ ওয়াহেদ, উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ। সভা পরিচালনা করেন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL