নিজস্ব প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) :
ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এমরান সালেহ প্রিন্স ২১ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বতঃস্ফূর্ত সমাবেশ করেন এর আগে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে সকাল ১০.৩০ মি: হালুয়াঘাটে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে পৃথক পৃথক প্রভাত ফেরী সহকারে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।এসময় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে জেলে আটক রেখে, দুই লক্ষাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে,৩২ জনকে হত্যা করে ৭ জানুয়ারী সাজানো পাতানো নির্বাচনের নামে প্রহসন করে আওয়ামী লীগ পরাজিত হয়েছে,রাজনৈতিক অপমৃত্যুর দিকে ধাবিত হচ্ছে । আমি-ডামি নির্বাচনে গণভবনের তালিকা অনুযায়ী বিজয়ী ঘোষনা করা হয়েছে। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে ব্যার্থ করে দেয়া হয়েছে। তিনি বলেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চলছে,চলবে। হালুয়াঘা
টের প্রভাত ফেরীতে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বিএনপি নেতা মিজানুর রহমান,আনোয়ার হোসেন সেলিম, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,সহ সভানেত্রী মনোয়ারা বেগম,জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান,তারিকুল ইসলাম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক নুর আলম জনি, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারন সম্পাদক মশিউজ্জামান,তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন,যুবদল নেতা আবু রায়হান,মোতালেব হোসেন,জাকির হোসেন,মির্জা রনি,মির্জা শাওন প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL