কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানিপুর এলাকা থেকে গাঁজা বিক্রয় করার সময় মিন্টু মিয়া (৪৩) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২, এর র্যাব সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ভৈরব উপজেলার ভবানিপুর এলাকা মফিজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের গত সোমবার ১৯ ফেব্রুয়ারী রাত ৯:১৫ মিনিটের সময় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভবানিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ বাচ্চু তালুকদার, পিতা-সৈয়দ মিয়া এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৮(আঠার) কেজি ৩০০(তিনশত) গ্রাম গাঁজা, ০১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী মিষ্টু মিয়া(৪৩) কে গ্রেফতার করেছে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৪, সিপিসি-২এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবীর সংবাদ মাধ্যমকে জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত আছে ইহা চলমান থাকবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL