নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহ :
ময়মনসিংহ মহানগরের বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও পরিবার বর্গ আয়োজিত সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে পুরনরায় মেয়র হিসেবে বিজয়ী করার লক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় বৃহস্পতিবার দুপুরে তাজ বেঙ্গল কমিউনিটি সেন্টারে ।
মতবিনিময় সভায় সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রবের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের পরিচালায় ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বীর মুক্তিযোদ্ধা দের নিজ অভিভাবক দাবী করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে হোল্ডিং ট্যাক্স ,পানির বিল মওকুফ করা হয়েছে , বীর মুক্তিযোদ্ধাদের সম্মানর্থে দ্বিতীয় বাড়ি নির্মানের ফি মওকফ করা হয়েছে। ছোটবাজারের বধ্যভূমি চিহ্নিত করতে সেই রাস্তা কে মুক্তিযোদ্ধা স্বরণী করা হয়েছে। ব্রীজমোড়ে বিজয় স্বরণী করা হয়েছে । ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা দের বাড়ি পাচতলা করলেও কোন হোল্ডিং ট্যাক্স নেয়া হবে না ।
মেয়র টিটু আরো বলেন পোস্টার দিয়ে হয়তো আমার পোস্টার ডাকতে পারবেন কিন্তু আমার সম্মানিত নাগরিকরা হৃদয়ের স্থান দিয়ে থাকলে সেই স্থান থেকে হাজার পোস্টার দিলেও লাভ হবেনা সন্তান যেমন পিতামাতার কাছে চাইতে হয় না ভাই যেমন ভাই বোনের কাছে চাইতে হয় না তেমনি আমি আপনাদের কাছে সেরকমই আমি মনে করি আপনারা আমার পরিবার আমার নিকটজন । আমার ভালো মন্দের বিচার আপনারা করবেন আমার দ্বারা এমন কোন নেতিবাচক কাজ দেখলে নির্দেশ দিবেন আমি মাথা পেতে নিবো। আমি সকলের দোয়া ও ভালবাসা চাই ।
মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধারা সিটি মেয়র টিটু কে পুনরায় মেয়র নির্বাচিত করার একাত্বতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় ময়মনসিংহ সিটির প্রায় ৩শতাধিক বীরমুক্তিযোদ্ধা, বীরমক্তিযোদ্ধা সন্তান উপস্থিত ছিলেন ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL