ময়মনসিংহ :
বুধবার সকালে ময়মনসিংহে বিভিন্ন সড়কে চাঁদাবাজের সময় র্যাব ১৪ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫০ জন চাঁদাবাজ কে গ্রেফতার করেছে। সে সঙ্গেই চাঁদাবাজদের কাছ থেকে ৬৫ হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোন জব্দ করে।
ময়মনসিংহ র্যাব ১৪ ডি আই জি মোঃ মইনুল ইসলাম খান জানান এসব চাঁদাবাজ রা বিভিন্ন সংগঠনের নামে ময়মনসিংহের আসা পন্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছিল। পন্যবাহী ট্রাকে চাঁদাবাজী করায় বিভিন্ন দ্রব্যমূল্যের বৃদ্ধিতে একটি নেতিবাচক প্রভাব পরে স্থানীয় বাজার গুলোতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র্যাব হেড কোয়ার্টারস এর উদ্যোগে সারাদেশেই এ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান এসব চাঁদাবাজ দের ধরতে তথ্য সংগ্রহ করে ডিডি আনোয়ার ও এসপি জাহিদের নেতৃত্বে ময়মনসিংহের ৫ টি স্থানে বুধাবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদাবাজ ধরতে অভিযান পরিচালনা করা হয় ।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রীজ থেকে ১২ জন ,শম্ভুগঞ্জ বাজার থেকে ৭ জন রহমতপুর বাইপাস ও আকুয়া বাইপাস থেকে ১১ জন মুক্তাগাছা থেকে ৭ জন ও তারাকান্দা কাশিগঞ্জ থেকে ১৩ জন কে গ্রেফতার করা হয় । গ্রেফতারের সময় চাঁদা উত্তোলন করা নগদ ৬৫ হাজার টাকা দুটি মোবাইল সেট বিভিন্ন সংগঠনের নামে ২১শ৩০ পাতা চাঁদা আদায়ের রশিদ ও লাটি উদ্ধার করা হয়। ডি আইজি মইনুল আরো জানান এদের কে অতি তারাতারি পুলিশের মাধ্যমে কোর্টে চালান করা হবে ।
তিনি জানান দ্রব্যমূল্যে বৃদ্ধিতে কেও চাঁদাবাজি করলে র্যাব এ অভিযান অব্যাহত রাখবে ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL