শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ :
ময়মনসিংহ সিটি কোর্পরেশনের নির্বাচন ৯ মার্চ । ১৩ ফেব্রয়ারি (মঙ্গলবার) শেষদিন পর্যšত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ০৭ প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দিয়েছেন । সেইসাথে সংরক্ষিত আসনের কাউন্সিলর ১১টি পদের বিপরীতে ৬৯টি মনোনয়নপত্র জমা পড়ে। এছাড়াও ১৬৪টি মনোনয়নত্র দাখিল করা হয়েছে সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে।
ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এর বরাতে জানা যায়, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন হিসেবে শহিদুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। মোঃ গোলাম ফেরদৌস, এহতেশামুল আলম, সাদেকুল হক খান, ইকরামুল হক, ফারামার্জ আল নূর, মোঃ রেজাউল হকসহ মোট ছয়জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন। এতে করে জমাদানের শেষ তারিখ পর্যন্ত মোট ০৭ জন প্রতিদ্বন্দ্বী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন।
প্রতিষ্ঠার পর ময়মনসিংহ সিটি কর্পোরেশন অতিক্রম করেছে ৬ বছর। নানা জনপ্রত্যাশাকে মাথায় নিয়ে প্রথম পরিষদ তাদের মেয়াদ শেষ করতে চলেছে।দুই বছর প্রশাসক হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেন বর্তমান মেয়র ইকরামুল হক টিটু ২০১৯ সালের ৫ মে এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেও বিনা প্রতিদ্বনিদ্বতায় মেয়র নির্বাচিত হন টিটু ।
তবে এবারের সিটি নির্বাচনে এমনটি হবে না বলে আওয়ামীলীগ সূত্র জানা যায় সংসদ নির্বাচনে টিটুর সহোদর সতন্ত্র প্রার্থী হওয়ায় বর্তমান সাংসদ মোহিতুর রহমান শান্তর সঙ্গে অনেকটায় দুরত্ব সৃষ্টি হয়েছে। তাই ময়মনসিংহ জেলা অনেক নেতাই বর্তমান সাংসদের সমর্থন নিয়ে মেয়র নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন এর মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাদেক খান মিল্কী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম ফেরদৌস জিলু ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ফারামার্জ আল নূর । দীর্ঘ ১৫ বছর ধরে ইকরামূল হক টিটু জনসংযোগে থাকায় এবং জনগনের প্রত্যাশা অনেকটা পূরণ করায় তার বিপুল জনপ্রীয়তা রয়েছে । অন্যদিকে রাজনীতি নেতাদের রাজনীতির মাঠ কাপালেও জনগণের সঙ্গে তেমন কোন সম্পৃক্তা নেই বললে চলে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন । পোস্টার ছাপিয়ে জনগনের সম্মুখে আসতে চাচ্ছেন। অনেকেই বর্তমান সাংসদ এর সমর্থন নেওয়ার আপ্রান চেষ্টা চালাচ্ছেন। নির্বচন কে প্রতিদ্বন্দ্বিতার করতে এবার প্রতীক না দেয়ার সম্ভবনা বেশী ।
এ বিষয়ে মেয়র প্রার্থী সাবেক মেয়র মাহমুদ আল নূর তারেক পুত্র ফারামার্জ আল নূর বলেন ময়মনসিংহ সড়কে কে নিম্ম মানের মালামাল ব্যবহার করে ধূলাবালি শহরে পরিণত হয়েছে। ড্রেন রাস্তা উঁচু করে জলাবদ্ধতা দূরিকরণের নামে যা করা হচ্ছে তা আদৌ সফল হবার নয়। আমি মেয়র হতে পারলে ময়মনসিংহ কে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত শহর পরিণত করতে চাই । আমি শাসক হিসেবে নয় সেবক হিসেবে সিটির মেয়র হতে চাই । তিনি আরো বলেন বর্তমান মেয়র ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মেন্ডেটে এ শহর কে সুন্দুর পরিবেশ বান্ধব শহরে পরিণত করতে পারতো । তিনি ব্যার্থ হয়েছেন। জনগণ আাগামীতে নতুন মেযর দেখতে চায় ।
সিটি মেয়র ও ময়মনসিংহমহানগর আওয়ামীলীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, নাগরিকদের নিরাপত্তা আর নগরের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি জনবল সংকট, অপ্রতুল রাজস্ব এবং মোট আয়তনের ৭০ ভাগ উন্নয়নে পশ্চাৎপদ এলাকার নিয়ে যাত্রা শুরু, করোনার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সৃষ্ট প্রতিবন্ধকতা সত্ত্বেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কার্যক্রমকে সন্তোষজনক লক্ষ্য অর্জনে একটি আন্তরিক প্রচেষ্টা বলেই মনে করছে নগরবাসী। তরুণ ও অভিজ্ঞ মেয়র টিটুর আন্তরিকতা, জনসংশ্লিষ্টতা এবং নেতৃত্বকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।
টাউনহলে স্থাপন করেছেন বঙ্গবন্ধু গ্যালারি। এখানেও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বঙ্গবন্ধু দুর্লভ ছবি, ডকুমেন্টারি, বানী ইত্যাদি দেখার সুযোগ পাচ্ছেন।
ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন।তবে এবারো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিবেন নগরবাসী ।
উল্লেখ্য, সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL