৩০-নভেম্বর-২০২৪
৩০-নভেম্বর-২০২৪
Logo
ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন : বিকল্প খুঁজে পাচ্ছেন না ভোটাররা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০৭ ১৫:৪১:৪৩
...

শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ :
ময়মনসিংহে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা নগরের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন । পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহ নগর তাল সুরবিহীন নির্বাচনী গানে মুখরিত শুনে ভোটার পাচ্ছেন অতিরিক্ত আনন্দ । প্রতিদিনই চলছে মিছিল সভা সেমিনার আলোচনা সভা, উঠান বেঠক ভোটারদের কাছে যেয়ে ভোট চাওয়া তবে তা আজই শেষ হচ্ছে। নির্বাচন কে কেন্দ্র করে উত্তেজনা দেখা গেছে । নির্বাচন আচরণ বিধি লঙ্গনের কারণে জরিমানাও দিয়েছেন মেয়র প্রার্থীরা তবে এ প্রচারণায় সাবেক মেয়র টিটু প্রচারণায় ্এগিয়ে রয়েছে বলে একাধিক ভোটার জানিয়েছে।একমাত্র তিনি এমন মেয়র যে কাউন্সিলর থেকে মেয়র হয়েছেন দীর্ঘ ১৫ বছর ধরে রয়েছেন জনগণের সঙ্গে সম্পৃক্ততা ।

৯১.৩১৫ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ নগরের ৩৩ টি ঘুরে দেখা গেছে আওয়ামীলীগের তিন মেয়র প্রার্থীর মধ্যে সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগের সভাপতি ইকরামূল হক টিটু জেলা আওয়ামীলীগ সভাপতি এহেতাশামূল আলম ও আওয়ামীলীগ নেতা সাদেক খান মিল্কী টজু মূলত এ তিনজনের মধ্যে মেয়র হতে যাচ্ছেন বলে ধরেই নিয়েছেন ময়মনসিংহের নগরবাসী । তবে সাবেক মেয়র টিটু ময়মনসিংহের প্রচারণায় মিছিল উঠান বেঠক এবং সভায় সবচেয়ে এগিয়ে রয়েছেন গত দুই মাসে নগরের এমন কোন স্থান নেই তিনি যান নি । মিশে গেছেন নগরের সাধারণ মানুষের সঙ্গে ।

তার প্রচারণায় মূখর ময়মনসিংহ নগর এবং এ প্রচারণায় কে কেন্দ্র করে ভোটার যদি ভোট দেন বিপুল ভোটে জয়ী হবেন মনে করেন নগরবাসী । এবারের নির্বাচনে মেয়র পদে আ'লীগের ৪ জন সহ মোট প্রার্থী ৫ জন। আর ৩৩ টি ওয়ার্ডে ১৪৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ৫৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ উৎসবমুখর । মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু(দেয়াল ঘড়ি),জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া),জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাদেকুল হক খান মিল্কী টজু( হাতি),কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড,রেজাউল হক(হরিন) ও জাপার প্রার্থীশহীদুল ইসলাম স্বপন মন্ডল( লাঙ্গল) প্রতীকে নির্বাচনে লড়ছেন। বিএনপি নির্বাচন বর্জন করায় মাঠে শুধুই আওয়ামী লীগ। জাপার প্রার্থী স্বপন মন্ডল নামেই পরিচিত।

লাঙ্গল প্রতীকে সংসদ নির্বাচনে সাড়ে ৬ লাখ ভোটারের মধ্যে মাত্র ৬ হাজার ভোট পেয়েছিলেন তিনি। সুতরাং স্বপন মন্ডল কত ভোট পাবেন তা সহজেই অনুমেয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এহেতাশামুল আলম এর সঙ্গে আওয়ামীলীগের প্রবীন নেতাদের মধ্যে নেই বললে চলে । সাদেকুল হক খান মিল্কী টজু বলেছেন স্থানীয় সাংসদ সমর্থন নিয়েই তিনি মাঠে আছেন। তার সঙ্গে আওয়ামীলীগ নেতা বেশকজন থাকলেও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে আওয়ামীলীগের অধিকাংশ নেতা বীর মুক্তিযোদ্ধা এবং সন্তান রা প্রচারণা চালাচ্ছেন এছাড়া দীর্ঘদিন যাবৎ মসিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এক সময় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।এরপরই তিনি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হন।

তারপর পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়র হন।প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। আগামী ৯ ই মার্চ দ্বিতীয় বারের মত সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনেও তিনি সহ আওয়ামী ঘরানার ৪ জন প্রার্থী মাঠে। সংসদের মত এটাও নিজেদের মধ্যে নির্বাচন। মাঠ চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কী টজু। দুজনেই দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। হিজড়া ভোটার রয়েছে ৯ জন।