২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ময়মনসিংহ

শতভাগ দূর্নীতিমুক্ত মসিক গড়ার প্রত্যয় নিয়ে মেয়র প্রার্থী এহতেশামুল আলমের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০২ ১৬:২৩:৪১
...

ময়মনসিংহ :
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনর নির্বাচনে মেয়র প্রার্থী মো এহতেশামুল আলম বলেন,তিনি নির্বাচিত হলে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)হবে শতভাগ দূর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। আজ শনিবার দুপুরে
ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে তার নির্বাচনী ২০ দফা ঘোষনাকালে তিনি একথা বলেন। সংবাদ সন্মেলনে তিনি বলেন নির্বাচিত হলে সব ধরনের ট্যাক্স ৪০ ভাগ কমাবেন। সিটিতে কোন মাদক ব্যবসা থাকবে না।

যানজট নিরসন ও জলবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। জনগনের সাথে পরামর্শ করে নগরের উন্নয়ন পরিকল্পনা করা হবে।বিসিককে অাধুনিক শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে।সড়কে কোন চাঁদাবাজী করতে দেয়া হবে না। এহতেশামুল আলম বলেন, তার বিরদ্ধে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। স্থানীয় সাংসদের পরামর্শে মেয়র পদে প্রার্থী হয়েছেন জানিয়ে বলেন,সাংসদ তাকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে বলেছেন।হোয়াটসঅ্যাপে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি যে মেয়র প্রার্থী হয়েছেন,তা জানিয়েছেন।এটা উন্মুক্ত নির্বাচন।কারো নির্বাচন করতে বাঁধা নেই।

সবশেষে ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন,আমি ঘোড়া মার্কায় দাঁড়িয়েছি।আপনারা দলমত নির্বিশেষে ৯ মার্চ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক নগর গড়তে সহায়তা করবেন। এসময় তার সাথে ছিলেন,এড আবুবকর সিদ্দিক, কাজী আজাদ জাহান শামীম, বুলবুল গাভাসকার সহ বিপুল সংখ্যক নেতা কর্মী।