২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ময়মনসিংহ

শ্যামগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৫ ১৪:৫৮:১০
...

গৌরীপুর (ময়মনসিংহ) :

বুধবার শ্যামগঞ্জ হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়ন এর উদ্যোগে হাইওয়েপুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়।পুলিশ জনতা, জনতাই পুলিশ, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে শ্যাম গঞ্জ হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ কর্তৃক এক বিশাল বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

শ্যাম গঞ্জ হাইওয়ে থানা থেকে শুরু করে কুমুদগঞ্জ জাড়িয়া মোড় পর্যন্ত র্র্যালিটি পরিচালিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যাম গঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিঞা, তিনি বলেন শ্যাম গঞ্জ বাজার একটি জন বহুল এলাকা, গৌরীপুর,নেত্রকোনা, ময়মনসিংহ হাইওয়ে রোডে দুর্গাপুর থেকে ঢাকা গামী হাজার হাজার বালুর ট্র্যাক চলাচল করে, প্রায় সময় বালু ভর্তি লড়ি গাড়ি ও ট্র্যাকের সাথে,হেনটলি, সি এনজি, মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে অনেক লোক মারা যায় ও আহত হয়।

তাই উক্ত হাইওয়ে রোডে হেনটলি,সি এন জি,ও মাহিন্দ্রা গাড়ি চলাচল না করার জন্য নিষেধ করেন। শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক "দিন পরিবর্তন "এর প্রতিনিধি মোঃ আল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,খলিশাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু কমল কৃষ্ণ সরকার,দৈনিক ভোরের কাগজের পূর্বধলার প্রতিনিধি তিলক রায় টুলু, মেম্বার সুমন মিয়া, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, বিভিন্ন গাড়ির ড্রাইভার সহ স্হানীয় ব্যক্তিবর্গ।