নিজস্ব প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নারীদের প্রশিক্ষণ শেষে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া দেড় শতাধিক নারীদের ৮০ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।
এ সময় জাতীয় মহিলা সংস্থার জামালপুর জেলার চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা,জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন,উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার সাদ্দাম, প্রশিক্ষক ফারহানা সোমা সহ প্রশিক্ষণ গ্রহনকারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিল। এর আগে বিভিন্ন সময়ে দরিদ্র ও অসহায় ১১'শ নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL