২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ময়মনসিংহ

সোয়াই নদী পরিপূর্ণ খনন কাজ বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২০ ১৭:২২:৩৪
...

গৌরীপুর (ময়মনসিংহ) :
১৯ শে ফেব্রুয়ারী রোজ সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে সোয়াই নদী পরিপূর্ণ খনন কাজের বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়|
১৯ শে ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১১ ঘটিকা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ গেইটের সামনে উক্ত আয়োজনটি করেন (আমরা শ্যামগঞ্জ) এতে বক্তারা বলেন আমাদের শৈশব কেটেছে এই নদীর পাশেই,এই নদী দিয়ে এক সময় বিভিন্ন ইঞ্জিন চালিত ট্রলার চলাচল করতো, দূর দূরান্ত থেকে নিয়ে আসতো মালামাল, নদীর কল কল ঢেউয়ে মুখরিত থাকতো এই শ্যামগঞ্জ বাজার,এই নদী আজ তার রুপ হারিয়ে এখন মৃত, এবং ভূমি দস্যুরা জমি দখল করে অবৈধভাবে বাসা বাড়ি সহ দোকান গড়ে তুলেছে,তাই খুব তাড়াতাড়ি এই নদীটি খনন করে ভূমি দস্যুদের বিতারিত করে তার রূপকে ফিরিয়ে আনার দীর্ঘ প্রত্যয় করেন মানববন্ধনকারীরা।তারা আরো বলেন নদীর সঠিক সীমানা নির্ধারণ ছাড়া কাজ না করলে তারা আবারও রাস্তায় নেমে আসবে।

উক্ত আলোচনা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ মারুফ রহমান মাছুম, ছাএলীগ নেতা ফরহাদ,বঙ্গবন্ধু পরিষদ শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক ও আওয়ীমীলীগ নেতা পারভেস আহমেদ মোতালেব ,গৌরীপুর উপজেলা ছাএলীগ নেতা নূর- মোহাম্মদ,পূর্বধলা উপজেলা ছাএলীগ নেতা শাহাদাত হোসেন, শফিকুল ইসলাম, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক তাপস পাল, শিক্ষক আল-আমিন মিয়া, আওয়ামীলীগ নেতা ফুলমিয়া, মোছলেম মিয়া, শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমাজ সেবক গোবিন্দ বণিক ও ১ নং মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ এর সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন মনোজসহ সহ স্থানীয় লোকজন।