জামালপুর
প্রথমে সময় না বাড়ানোর কথা তিনি সাফ জানিয়ে দিলেও পরে সৌদি সরকারের সাথে আলাপ করে সময় বাড়ানোর ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা জানান। সকাল ১১ টার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ১৮ জানুয়ারি হজের চুড়ান্ত নিবন্ধন শেষ হয়েছে।
সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মুসুল্লি নিবন্ধন করতে পারিনি। নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানো হবে কি না? জানতে চাইলে জামালপুরে ধর্মমন্ত্রী ফরিদুর হক খান দুলাল বলেন, বাংলাদেশের মানুষ সব কাজ করতে ঢিলেঢালা করতে করতে এমন পর্যায়ে পৌছাই পরে আর সময় থাকে না। গত ১৮ তারিখ হজের নিবন্ধন শেষ হয়েছে।
আমরা হাবের সাথে গতপশুদিন মিটিং করেছি এবং তাদেরকে আমরা আল্টিমেটাম দিয়েছি, ফারদার আমরা এটা (সময় বাড়ানো) আর করতে চাই না। বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা আর পিছিয়ে থাকতে চাই না। অতএব আমরা তারিখ পরিবর্তন করতে চাই না। একই সময় তিনি কথা পাল্টে বলেন, ইতিমধ্যে আমরা সৌদি সরকারের সাথে কথা বলছি।
যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের জন্য সুযোগ দেয় আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। নচেৎ আমাদের এই পর্যন্তই শেষ। হজ নিয়ে কথা বলার সময় ধর্মমন্ত্রী হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে বলেন, এবারই প্রথম না প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকরা এই (সময় বিলম্বিত) কাজটি করে থাকেন। তারা সব সময় চিন্তা করেন শেষ সময় গিয়ে কম ভাড়ায় বাসা পাই কিনা তারা এই পলিসি এডাপ্ট করে। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL