০৩-এপ্রিল-২০২৫
০৩-এপ্রিল-২০২৫
Logo
রংপুর

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৩-১২-১৯ ১৫:৪৪:১৩
...

স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে সম্প্রতি দেশের শীতপ্রবণ এলাকা দিনাজপুরের বিরলের দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরলের ৮ নং ধর্মপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৬০০শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ২১ জন স্বেচ্ছাসেবী ঐদিন সকালে শীতার্ত পরিবারের বাসায় বাসায় গিয়ে নিজ দায়িত্বে টোকেন বিতরণ করে। এরপর বিরলের ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইমাম হোসাইন, সহ-সভাপতি ইঞ্জি. কাজী মুহা: আবদুল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক মানিক মৃধা, বিপ্লব হোসেন, সহ-সাংঠনিক সম্পাদক সুলতান, কোষাধ্যক্ষ ফায়সাল, দপ্তর সম্পাদক আসিফ বাপ্পি, কার্য নির্বাহি সদস্য সজীব, নাঈম, আশিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সদস্যাগণ এবং অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সহ স্থানীয় শুভাকাংখীগণ।