খানসামা (দিনাজপুর) :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর আবুল হাসান মাহমুদ আলী প্রথমবার নিজ নির্বাচনী আসনে (খানসামা-চিরিরবন্দর) সরকারী সফরে এসে সকল শ্রেণিপেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী খানসামা পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারন জনগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিন সকালে সরকারী সালাম গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী। পরবর্তীতে এক সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হয়৷ এর আগে সৈয়দপুর বিমানবন্দরে মন্ত্রী কে স্বাগত জানাতে ভীড় জমান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলওশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মো.তাজ উদ্দিন, ওসি মোজাহারুল ইসলাম প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL