০৩-এপ্রিল-২০২৫
০৩-এপ্রিল-২০২৫
Logo
রংপুর

গোবিন্দগঞ্জে প্রথম বারের মতো জিরা চাষ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৫ ১৪:৩৭:০৮
...

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রদর্শনী প্লটে, কৃষক পর্যায়ে মসলা জাতীয় ফসল হিসাবে জিরা চাষ শুরু হয়েছে। জিরা চাষের উপর বিশেষ প্রশিক্ষণ পাওয়া এ সব কৃষকরা পরীক্ষামুলক এ আবাদে বেশ সফলতাও পেয়েছে। আগামীতে কৃষক পর্যায়ে বানিজ্যিক ভাবে জিরা চাষ সম্প্রসারণ ঘটানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওয়ায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার খলসী ও ফুলবাড়ী ইউনিয়নের বড় সাঁতাল বাতাইল গ্রামে প্রদর্শনী প্লট আকারে ১০ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে মসলা জাতীয় ফসল হিসাবে কৃষক পর্যায়ে জিরা চাষ শুরু হয়েছে।

প্রথম বারেরমত জিরা আবাদে সফলতাও পেয়েছেন কৃষকরা। বগুড়া মসলা গবেষনা ইনেেিটটিউটে বিশেষ প্রশিক্ষণ নিয়ে স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধায়নে জিরা চাষ শুরু হয়েছে। নিয়ম মেনে সেচ, সার প্রয়োগ ও সঠিক পরিচর্যা এ আবাদে সফলাতাও পেয়ে খুশি কৃষক। তিনি বলেন আমি সবসময় নিত্য নতুন ফসল ফলানোর, তবে এই জিরায় যদি সফল হতে পারি তাহলে আরো বড় পরিসরে জিরা লাগাবো।

জিরার এমন ভালো ফলনে খুশি এলাকার অন্য কৃষকরাও। প্রথমবারের মত এ আবাদে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়োতা দিয়েছেন বলে জানান স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা। জিরার এমন ভালো ফলনে খুশি এলাকার অন্য কৃষকরাও। প্রথমবারের মত এ আবাদে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়োতা দিয়েছেন বলে জানান স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
বলেন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওয়ায় মসলা জাতীয় ফসল হিসাবে কৃষক পর্যায়ে পরীক্ষামুলক জিরা চাষ বেশ ভালো হওয়ায় আশাবাদি তারা। এ এলাকার মাটি ও আবহওয়া জিরা চাষের উপযোগি হওয়ায় আগামীতে কৃষক পর্যায়ে বানিজ্যিক ভাবে জিরা চাষ সম্প্রসারণ ঘটানোর উদ্যোগ নেওয়ার কথা হবে বলে জানিয়েছেন তিনি।

উন্নত মানের বীজ ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে কৃষক পর্যায়ে মসলা জাতীয় ফসল জিরা চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় ভাবে একদিকে যেমন জিরার উৎপাদন বৃদ্ধি পাবে, সেই সাথে জিরার আমদানি নির্ভরতা কমানো গেলে দেশের বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।