আবারও তীব্র শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমে ও বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি। আর শনিবার ছিল ৭ দশমিক ২ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, তেঁতুলিয়ায় এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর সর্বনিম্ন ৪ দশমিক ৫ এবং ৩০ ডিসেম্বর ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় গত তিনদিন ধরে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তবে প্রতিদিনের মতো রোববার সকালেও সূর্যের দেখা মিলেছে। চারদিকে ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনজীবনে। কিন্তু প্রতিদিন বিকেলের পর থেকেই আবারও শুরু হয় ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। হাড়কাঁপানো শীতে দুর্ভোগে পড়েন রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, রোববার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের এবং বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ এবং ৩০ ডিসেম্বর ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL