০৩-এপ্রিল-২০২৫
০৩-এপ্রিল-২০২৫
Logo
রংপুর

চিলাহাটিতে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১২ ১৬:৫৭:৪৮
...

নীলফামারী :
সোমবার (১১ ফ্রেবুয়ারি)সন্ধ্যায় চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন- চিলাহাটি স্টেশন এলাকার নূর আলমের ছেলে আশরাফুল ৩০ ও একই এলাকার শুকারু হোসেনের ছেলে মিন্টু (২০)।

সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বলেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যায়গায় কম্পিউটার ব্যবহার করে রেলের কালো টিকিট তৈরী করে রেলওয়ে এলাকায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এলাকা থেকে গ্রেফতার করা হয় ৷ এসময় নীলসাগর ট্রেনের তিনটি টিকিট, একটি পিসি ও একটি মোবাইলফোন জব্দ করা হয়৷ তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।