আন্তর্জতিক ডেস্ক
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে তিন নং ওয়ার্ডকে ‘বাল্য বিয়ে মুক্ত ’ ওয়ার্ড হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম আয়োজিত শহরের সরকার পাড়া হাড়োয়া মিশনে এই ঘোষণা দেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
ওই ওয়ার্ডের নগর উন্নয়ন কমিটির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে, এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রতনা রানী রায় প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
নীলফামারী পৌরসভার মেয়র বলেন, আজ আমরা যে প্রতিজ্ঞা করলাম, সেটির যাতে বিচ্যুতি না ঘটে সেজন্য সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সমাজে বাল্য বিয়ের কারণে একজন মেয়ে বা ছেলের জীবনের অপুরণীয় ক্ষতি হয়ে থাকে। কাজেই সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে।
আয়োজক সংস্থা জানায়, গেল এক বছরে এই ওয়ার্ডে একটি শিশুরও বাল্য বিয়ে বা শিশু বিয়ের শিকার হয়নি। এর পিছনে জনপ্রতিনিধি, সুশিল সমাজ, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম এর সিনিয়র ম্যানেজার বলেন, ২০২৫ সালের মধ্যে নীলফামারী পৌর শহরকে আমরা শতভাগ বাল্য বিয়ে মুক্ত হিসেবে ঘোষণা দিতে চাই এবং সে হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমরা।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে পলাশবাড়ি, খোকশাবাড়ি ও টুপামারী ইউনিয়নকেও বাল্য বিয়ে হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL