বীরগঞ্জ (দিনাজপুর)
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদার নিয়ে বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৫ জানুয়ারি) বীরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে সরবরাহ ও মূল্য স্থিতিশীল বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহীর সভাপতিত্ব করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী বলেন, কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা করতে হবে। বিগত সময়ে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, সাংবাদিক রতন ঘোষ পিযুষ, প্রদীপ রায় জিতু, সকল ব্যবসায়ীরা প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL