নিজস্ব প্রতিনিধি
বগুড়া ব্যুরো :
বগুড়া বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে শনিবার সকালে ৫ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পপত্রিকার নিজস্ব প্রতিবেদক, বগুড়া আব্দুর রহমান টুলু।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ,কে,এম,মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপক জিন্নাত আরা । সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমান । কোর্স সমন্বয়কারী সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে ‘‘বিজনেসপ্লান’’ সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ,কে,এম,মাহফুজুর রহমান বলেন আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক ও যুব মহিলা আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু স্বল্পপূঁজিতে কিভাবে তা করতে হবে তার যথা যথ নির্দেশনা পাচ্ছেন না, তাদেরই জন্য ‘‘ উদ্যোক্তা উন্নয়ন’’ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন বলেন যেকোন ব্যবসা শুরু ও পূর্বেই উহার সঠিক পরিকল্পনা করা দরকার। এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয় সমুহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করবেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL