বীরগঞ্জ (দিনাজপুর) :
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী উপলক্ষ্যে বীরগঞ্জের বটতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে বটতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগীতায় বটতলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে র্যালি ও মানববন্ধন করা হয়। র্যালি ও মানববন্ধনটি বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বটতলী বাজারে প্রায় ঘন্টা খানেক রাস্তার পাশে শিক্ষার্থীরা অবস্থান করেন । র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক, সকল শ্রেণির শিক্ষার্থীরা, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম অফিসার মি. সম্রাট ব্যাপারী, প্রোগ্রাম অর্গানাইজার মজিবুর রহমান বাবু, রুয়েল এ্যাক্কা সহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্যব্যাক্তি ।
বক্তারা বলেন, মাদক আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বর্তমানে যারা মাদকাসক্ত তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL