২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
রংপুর

রংপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৭ ১৪:২২:১৪
...


রংপুর ব্যুরো:
অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার বিকালে রংপুর প্রেসক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মেয়র মোস্তফা বলেন, যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত হাত গুটিয়ে না রেখে মানুষের জন্য কিছু করা। এখন শীতে জবুথবু অবস্থা। মানুষের অবস্থা কাহিল। যারা দিনমজুর তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। এমন মানুষের জন্য আমাদের সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সমাজের সবাই যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করলেই অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ একটু হলেও ভালো থাকবে।

শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ স¤পাদক রাকিবুস সুলতান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মুন্না, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মেরিনা লাভলী প্রমুখ। পরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।