হামিদুর রহমান, রংপুর ব্যুরো :
অবশেষে এক যুগ পর রংপুর সিটি বাস সার্ভিস চালু হচ্ছে সিটি করপোরেশন এরিয়ায়। যানজট নিরসন ও নাগরিক সুবিধা এরাতে এই উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিসি বাস ডিপো সার্ভিস । প্রথম ধাপে সিইও বাজার হতে সাত মাথা পর্যন্ত চলবে।
আজ ৫ই ফেব্রুয়ারি রংপুর নগরীর সিইও বাজারে প্রধান অতিথি হয়ে জনাব মোঃ মনিরুজামান,কমিশনার মেট্রোপলিটন পুলিশ রংপুর এই সিটি বাস সার্ভিস উদ্ভাবন করেন।প্রাথমিকভাবে সিইও বাজার, মেডিকেল মোড়, টার্মিনাল, শাপলা,রেল স্টেশন,তাজহাট সহ সাতমাথায় গিয়ে বাস থামবে।। প্রথমে একটি রোডে চলাচল শুরু হলে পর্যায়ক্রমে বাকি রোড গুলোতে সিটি সার্ভিস চলাচল দেখতে পাওয়া যাবে। ইতিপূর্বে অক্টোবরে এই সার্ভিস চালু করার কথা থাকলেও পড়ে নানান জটিলতা আর সিটি কর্পোরেশনের নানাবিধ সমস্যার কারণে চলাচল হয়নি।
প্রধান অতিথি মনিরুজ্জামান কমিশনার বলেন, রংপুর সিটি বাস সার্ভিস যথাযথ ভাবে চালু থাকলে এক সময় রংপুরের মানুষ অনেক উন্নত হবে। সবাইকে সিটি বাস সার্ভিস চালু রাখতে চেম্বার সহ ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ করেন।
পরে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ জানান ,সিটি বাস সার্ভিস চালু থাকবে, রংপুরবাসীর সহযোগিতা চান তিনি ।
রংপুর সিটি করপোরেশন থেকে জানা গেছে, ২০১২ সালে ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশের ১০ম সিটি করপোরেশন হিসেবে রংপুরের পথচলা শুরু। এখন রসিকের জনসংখ্যা প্রায় ১০ লাখ। সিটি করপোরেশন
ছাড়াও গত ১২ বছরে রংপুর জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে মেট্রোপলিটন এলাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে নগরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে সিটি করপোরেশন হওয়ার এত বছরে নাগরিক জীবনে লাগেনি পরিবর্তনের ছোঁয়া। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা একমাত্র বাহন হওয়ায় নগরে প্রতিনিয়ত সৃষ্টি করছে তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
এ সময়ের প্রধান অতিথি ছিলেন মনিরুজ্জামান কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব মিনহাজুল আলম ডি,সি ট্রাফিক সার্জেন্ট , জনাব মাহমুদুর রহমান টিটু, সিটি মেয়রের প্রতিনিধি,কাউন্সিলর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর, জনাব আব্দুল মজিদ, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক , জনাব আখতারুজ্জামান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মটর মালিক সমিতি রংপুর, জনাব আব্দুল কুদ্দুস, উপ- পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ রংপুর বিভাগ, জনাব সুলতান আলম (ম্যানেজার) অপারেশন বিআরটিসি রংপুর বাস ডিপো, জনাব উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড আপস) জনাব সাইফুজ্জামান ফারুকী অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL