২৭-নভেম্বর-২০২৪
২৭-নভেম্বর-২০২৪
Logo
রাজনীতি

আল্লাহকে ভয় করলে ভোটকেন্দ্রে যাবেন না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-০৪ ১৮:২৮:৩২
...

আল্লাহকে ভয় করলে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

চরমোনাই পীর বলেন, নির্বাচন নিয়ে আমরা সরকারকে বারবার সতর্ক করেছি। সব ধরনের চেষ্টাই করেছি যেন দেশে শান্ত পরিবেশ থাকে। কিন্তু আওয়ামী লীগ তা চায়নি।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) অনিয়ম দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছে। আমরা দেশবাসীকে বলবো আপনারা আগামী নির্বাচনে ভোট দেবেন না।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট উত্তরণে পাঁচ দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবিগুলো হলো:

> ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করতে হবে।

> বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।

> নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, জাতীয় সরকার গঠন করতে হবে।

> বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের আবারো তফসিল ঘোষণা করবে।

> রাজনৈতিক কারণে বিরোধীদলের কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি দিতে হবে।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৮ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।