২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
রাজনীতি

কেমন আছেন খালেদা জিয়া?

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-২৪ ০৭:৪০:২৬
...

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাতে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

এদিন রাত সাড়ে ১০টার আগে গুলশান-২-এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ডা. জাহিদ হোসেন। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ডা. আল মামুন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। এরপর বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চাননি তারা। চিকিৎসকদ্বয় শুধু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন।

বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তারা।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ ভাইরাসটিতে আক্রান্ত হন। তাদের চিকিৎসাও এখানে চলছে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নির্দেশনায় চিকিৎসা চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর। গত ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়। সেটির ফলাফলও ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে ছিলেন তিনি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। দুই দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।