দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছুটির দিনে রাজধানীসহ সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাড়া-মহল্লায়। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, চাইছেন ভোট। দলীয় প্রার্থীদের তুলনায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। সবার প্রত্যাশা, ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক।
জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বাকী আর ১৬ দিন। প্রচারপ্রচারনায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন তারা। চাইছেন ভোট।
ছুটির দিনের শুরুতেই রাজধানীর শান্তিনগর এলাকায় প্রচারণা চালান ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাসিম। কথা বলেন ভোটারদের সাথে। সমর্থন কামনা করেন।
ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ি এলাকায় সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্যস্ত সময় পার করছেন তারা।
নীলফামারির চারটি সংসদীয় আসনে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন ১০টি রাজনৈতিক দলের ১৭ জনসহ মোট ২৬জন প্রার্থী।
ঠাকুরগাঁও-১ আসনে মাঠে সরব জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী স্বপন চৌধুরী। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সকালে তার কর্মী সর্মথকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।
ময়মনসিংহে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ময়মনসিংহ-৪ সদর আসনে সকালে প্রচারণায় অংশ নেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান শুক্রবার ক্রিকেট খেলায় অংশ নেন। সকালে শহরের নোমানী ময়দানে মহান বিজয় দিবস উপলক্ষে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরে নৌকা প্রতীকে তিনি নিবার্চনী এলাকায় প্রচারণা চালান।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL