নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক কর্মসূচিতেে বাধা নেই, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকলে এ ধরনের কর্মসূচী করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দ্রুত বিচার আইন সংশোধন করে স্থায়ী করার প্রস্তাবে, অবরোধসহ নাশকতামুলক কর্মসূচী কমবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনলাইনে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া যাচ্ছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা হবে।
আসাদুজ্জামান খান বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করা ঠিক হয়নি। তাই পুলিশ বাধা দিয়েছে। তিনি আরও বলেন, মঈন খানকে আটকের ঘটনায় ধাক্কা ধাক্কি হলেও সেটা ইচ্ছাকৃতভাবে ঘটেনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL