১১-সেপ্টেম্বর-২০২৪
১১-সেপ্টেম্বর-২০২৪
Logo
রাজনীতি

নিপীড়ন-অপমৃত্যু ঠেকাতে জবি শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০৩-২০ ১৬:১৯:১২
...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার অপমৃত্যুর ঘটনাকে ‘টেকনিক্যাল মার্ডার’ হিসেবে আখ্যা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া নিপীড়ন ও অপমৃত্যু ঠেকাতে পাঁচ দফা দাবি জানিয়েছেন।

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া দুপুর দেড়টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দাবিগুলো উত্থাপন করেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোহবান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২২ সালের ৮ মে ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের রহস্যজনক মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আইনগত ব্যবস্থা নেয়। এছাড়া নিপীড়নের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে জন্য সুস্পষ্ট রোডম্যাপ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের কাছে দিতে হবে।