নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আগে জীবন বাঁচানোর প্রস্তুতি নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটি পার্টির সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
অলি আহমেদ বলেন, প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে। এ জন্য বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো সঠিক পথে আনতে হবে। যেসব অফিসার এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন তাদের তালিকা করছি আমরা। তাদের আগে জেলে ভরতে হবে। যারা অবসরে গিয়েছেন তাদের পেনশন বাজেয়াপ্ত করতে হবে, কারণ তারা জাতীয় শত্রু ।
তিনি আরো বলেন, শুনতাছি ওই কুলাঙ্গাররা (আওয়ামী লীগ) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। নির্বাচন নয়, জান বাঁচানোর প্রস্তুতি নেন। আমার পাশে জামায়াত বসে আছে। যদি বিএনপি পাশে বসে তাহলে ওরা জান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না। সে সময়ও আসবে। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে। এখানেও তাদের তেমন পরিণতি হবে।
তিনি আরো বলেন, বিগত সরকারের বিরুদ্ধে এই সরকার অনেক দুর্নীতির কথা বলেছিল। কিন্তু গত ১৩ বছরে একটা মিথ্যা মামলা ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আর তো কোনো মামলা করতে পারেনি। আর তো কারো বিরুদ্ধে দুর্নীতি কোনো প্রমাণ করতে পারেনি। যত দুর্নীতি হয়েছে, গত ১৩ বছরে হয়েছে। মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছিল এমন দুর্নীতি করার জন্য।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐকক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সহ-সেক্রেটারি আবদুল হালিম, ইঞ্জিনিয়ার রাশেদ আদনান এবং বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিরা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL