পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রবাসীদের ‘হিরো’ বলে মন্তব্য করেছেন। রেমিট্যান্স বাড়ায় অর্থনৈতিক চাপ কমে স্বস্তির কথাও বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত হন।
সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনামন্ত্রী বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় স্বস্তি বেড়েছে। এই কৃতিত্বের হিরো হচ্ছেন প্রবাসীরা। মূল্যস্ফীতির মূল কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশের বাজারেও আরো সমন্বয়ের ইঙ্গিত দেন তিনি। অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, কৃচ্ছ্রসাধনে প্রধানমন্ত্রীর দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে ডলারের ওপর চাপ কমেছে। এছাড়া একনেক সভায় প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দেন সরকার প্রধান।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL