নিজস্ব প্রতিনিধি
জয়পুরহাট :
জয়পুরহাটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাটিবাহী মেসি ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙ্গে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদরের পালপাড়া অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় ২০ মিনিটের মতো রেললাইনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। আর ট্রাক্টরে থাকা চালক ও হেলপার লাফিয়ে প্রাণে বাঁচে। পরে সেখানে তাদেরও পাওয়া যায়নি।
জেলায় ৪৬.২ কিলোমিটার রেল লাইনের মধ্যে প্রায় ৪২টি অরক্ষিত রেলগেট দিয়ে। ইতিপূর্বে অরক্ষিত রেল ক্রসিংয়ে বড় বড় দূর্ঘটনা ও প্রাণহাণী ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL