২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
রাজশাহী

গোদাগাড়ীতে হতদরিদ্র উপকারভোগীদরে নগদ র্অথ প্রদান

প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৫ ১৬:৫৬:১৯
...

গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহীর গোদাগাড়ীতে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে শর্তসাপেক্ষে অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপির উদ্যোগে সিনিয়র ম্যানেজার রাজশাহীর এসিও স্বপন মন্ডল এর সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে অর্থ দেয়া সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিসিম,লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম অফিসার রুহুল আমিন,ইফতেখার উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপি প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাশ মুর্মু,ডেভিড সাংমা শ্যামল এইচ কস্তা,সন্তোষ মিত্র ও জুয়েল পেট্রিক জয়ধর প্রমূখ।

উল্লেখ্য যে, গোদাগাড়ী উপজেলায় ২৫২টি পরিবারকে ১৮ হাজার টাকা তুলে দেয়া হয়। এই অর্থ দিয়ে অতি দরিদ্র উপকারভোগীরা ছাগল,ভোড়া হাঁস মুরগী ক্রয় করে তা পালন করে শিশুদের পুষ্টির চাহিদা পুরণ এবং শিশুদের লেখাপাড়া,চিকিৎসা ও পরিবারের উন্নয়নে সহায়ক হবে।

অর্থ প্রদান সভায় বক্তারা উপকারভোগীদের উদ্দেশ্য বলেন,এই অর্থ সঠিক খাতে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর বিশেষ করে উপকারভোগী পরিবারে যাতে করে বাল্য বিবাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।