প্রতিনিধি
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন বছরের জন্য ইজারা নিয়েও মাছ চাষাবাদ করতে না পারার অভিযোগ কয়েকশ মৎস্যজীবীর। চাঁদা দাবি, বিলে জোরপূর্বক দখল, মাছ আহরণ ও উচ্ছেদের অভিযোগ মৎস্যজীবীদের। আজ সকালে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলের মৎস্যজীবীরা।
সভায় মাছচাষীরা বলেন, কুমিরাদহ বিলটি ওয়াকফ স্টেটের অধীনে। বিলটি শিবগঞ্জ উপজেলার তিন শতাধিক মৎস্যজীবী ইজারা নিয়েছে। ওয়াকফ স্টেটের মোতায়াল্লী কাইয়ুম রেজা চৌধুরীকে সর্বমোট ২ কোটি ৭৮ লাখ টাকা দিয়ে ইজারা নিলেও তার ভাতিজা ও লোকজন আমাদেরকে উচ্ছেদ করতে নানারকম পায়তারা করছে। এমনকি গত রবিবার দিবাগত রাতে বিলের ধারে থাকা ঘরের মিটার খুলে নিয়েছে তারা।
এসময় নায্য অধিকার অথবা টাকা ফেরতের দাবি জানান মৎস্যজীবীরা। প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাদের। এসময় বক্তব্য রাখেন, আলফাজ উদ্দিন, মো. জাকারিয়া, নূর মোহাম্মদ। সংবাদ সম্মেলনে, কয়েকশ মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL