নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সকাল ৮ টায় চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা পুলিশ লাইন্স মাঠে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম প্যারেডে আনুষ্ঠানিক সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ইউনিফর্ম সর্বদা সঠিক ভাবে পরিধান করা, শারীরিক ফিটনেস ধরে রাখা, সকল প্রকার কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখাসহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডের পর তিনি পুলিশ লাইনের বিভিন্ন ব্যারাক পরিদর্শন করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ রাকিবুল ইসলাম অতি: পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) চাঁপাইনবাবগঞ্জ।
প্যারেডে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL